ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হাইকোর্ট: নির্বাচন তো আল্লাহর হুকুমেই হচ্ছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

পাঁচ মাস আগে দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হচ্ছে সেটা আল্লাহর হুকুমে হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ৩ ডিসেম্বর, রোববার নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের শুনানিতে এ মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

শুনানিতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

শুনানিতে রিটকারী আইনজীবীকে আদালত প্রশ্ন করেন, ‘আপনি কেন নির্বাচনে সংক্ষুব্ধ হলেন।’

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আরও পাঁচ মাস সময় রয়েছে। অথচ তড়িঘড়ি করে নির্বাচন করতে চাচ্ছে কমিশন। অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করেনি। এ অবস্থায় নির্বাচন প্রি-ম্যাচিউরড।

ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিতে হবে। মন্ত্রিসভা ছোট করতে হবে। এসব কিছুই করা হয়নি।

এ সময় হাইকোর্ট বলেন, সংবিধানের মধ্যে থেকে তাদের সুবিধামতো সময়ে নির্বাচন দেওয়ার এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। আর এক সংসদ বহাল থাকা অবস্থায় সংসদ নির্বাচনের বিষয়ে তো ২০১৮ সালে সেটেল হয়ে গেছে।

শুনানির একপর্যায়ে দুর্যোগপূর্ণ কারণে সংসদের মেয়াদ শেষে নির্বাচন প্রসঙ্গ এলে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সবকিছু তো আল্লাহর হুকুমে হয়।

তখন হাইকোর্ট বলেন, পাঁচ মাস আগে যে নির্বাচন হচ্ছে সেটাও আল্লাহর হুকুমেই হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

হাইকোর্ট: নির্বাচন তো আল্লাহর হুকুমেই হচ্ছে

আপডেট সময় ০৮:১৩:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

পাঁচ মাস আগে দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন হচ্ছে সেটা আল্লাহর হুকুমে হচ্ছে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ৩ ডিসেম্বর, রোববার নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিটের শুনানিতে এ মন্তব্য করেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

শুনানিতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন।

শুনানিতে রিটকারী আইনজীবীকে আদালত প্রশ্ন করেন, ‘আপনি কেন নির্বাচনে সংক্ষুব্ধ হলেন।’

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের আরও পাঁচ মাস সময় রয়েছে। অথচ তড়িঘড়ি করে নির্বাচন করতে চাচ্ছে কমিশন। অনেক দল নির্বাচনে অংশ গ্রহণ করেনি। এ অবস্থায় নির্বাচন প্রি-ম্যাচিউরড।

ইউনুছ আলী আকন্দ আরও বলেন, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিতে হবে। মন্ত্রিসভা ছোট করতে হবে। এসব কিছুই করা হয়নি।

এ সময় হাইকোর্ট বলেন, সংবিধানের মধ্যে থেকে তাদের সুবিধামতো সময়ে নির্বাচন দেওয়ার এখতিয়ার রয়েছে নির্বাচন কমিশনের। আর এক সংসদ বহাল থাকা অবস্থায় সংসদ নির্বাচনের বিষয়ে তো ২০১৮ সালে সেটেল হয়ে গেছে।

শুনানির একপর্যায়ে দুর্যোগপূর্ণ কারণে সংসদের মেয়াদ শেষে নির্বাচন প্রসঙ্গ এলে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সবকিছু তো আল্লাহর হুকুমে হয়।

তখন হাইকোর্ট বলেন, পাঁচ মাস আগে যে নির্বাচন হচ্ছে সেটাও আল্লাহর হুকুমেই হচ্ছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/youthbangla24/public_html/wp-includes/functions.php on line 5420