ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সী বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমার এলাকায় ঘটেনি।”

জাফর উল্যাহর সমর্থকদের খিচুড়ি ফেলে দেওয়ার অভিযোগ নিক্সন সমর্থকের বিরুদ্ধে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের আলোচনা সভায় আপ্যায়নের জন্য রান্না করা দুই ডেকচি খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার ওসি এম এ জলিল জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর সমর্থক ও দলের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি ফিরোজ মাতুব্বর বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে তার বাড়ির উঠানে একটি আলোচনা সভার আয়োজন করেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আপ্যায়নের জন্য দুই হাঁড়ি খিচুড়ি রান্না করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০-১৫টি মোটরসাইকেলে ঘারুয়া ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সমর্থক মুনসুর মুন্সী, বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সী, কবির মুন্সীসহ অজ্ঞাত আরও ২০ জন সেখানে উপস্থিত হন।

ফিরোজ মাতুব্বর বলেন, “তারা আমাদের ভয়-ভীতি দেখায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রান্না করা খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করে চেয়ারম্যানের লোকজন। তারা আমাদের সেখান থেকে চলে যেতে বলে নাহলে সবাইকে খুন-জখমের হুমকি দেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা।

এ সময় ভয়ে নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ ছোটাছুটি করে সভাস্থল ত্যাগ করে অন্যত্র পালিয়ে যায় বলে জানান ফিরোজ মাতুব্বর।

এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, “ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে সভা করছিলাম। এ সময় অনেকগুলো মোটরসাইকেলে করে এসে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সী ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে সভাস্থল থেকে দ্রুত সরে যেতে বলেন। তা নাহলে উপস্থিত সবাইকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা।

এরপর চেয়ারম্যানের লোকজন নেতাকর্মীদের আপ্যায়নের জন্য রান্না করা দুই হাঁড়ি খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করে দেয় বলে জানান কামাল উদ্দিন।

নৌকার সমর্থক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঘারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “চেয়ারম্যান মুনসুর বিভিন্নভাবে তার ক্ষমতার অপব্যবহার করে আসছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এরকম ঘটনা নতুন কিছু নয়।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সী সাংবাদিকদের বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমার এলাকায় ঘটেনি। আমার বিরুদ্ধে নৌকার সমর্থক কাজী জাফর উল্যাহর নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

ভাঙ্গা থানার ওসি এম এ জলিল বলেন, “আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সী বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমার এলাকায় ঘটেনি।”

জাফর উল্যাহর সমর্থকদের খিচুড়ি ফেলে দেওয়ার অভিযোগ নিক্সন সমর্থকের বিরুদ্ধে

আপডেট সময় ০৯:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের আলোচনা সভায় আপ্যায়নের জন্য রান্না করা দুই ডেকচি খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করার অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে ভাঙ্গা থানার ওসি এম এ জলিল জানান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহর সমর্থক ও দলের ওয়ার্ড কমিটির সাবেক সভাপতি ফিরোজ মাতুব্বর বলেন, বিজয় দিবস উদযাপন উপলক্ষে তার বাড়ির উঠানে একটি আলোচনা সভার আয়োজন করেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের আপ্যায়নের জন্য দুই হাঁড়ি খিচুড়ি রান্না করা হয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১০-১৫টি মোটরসাইকেলে ঘারুয়া ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সমর্থক মুনসুর মুন্সী, বাহার হাওলাদার, মনির হাওলাদার, মজিবুর মুন্সী, কবির মুন্সীসহ অজ্ঞাত আরও ২০ জন সেখানে উপস্থিত হন।

ফিরোজ মাতুব্বর বলেন, “তারা আমাদের ভয়-ভীতি দেখায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে রান্না করা খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করে চেয়ারম্যানের লোকজন। তারা আমাদের সেখান থেকে চলে যেতে বলে নাহলে সবাইকে খুন-জখমের হুমকি দেন ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা।

এ সময় ভয়ে নেতাকর্মী ও সাধারণ নারী-পুরুষ ছোটাছুটি করে সভাস্থল ত্যাগ করে অন্যত্র পালিয়ে যায় বলে জানান ফিরোজ মাতুব্বর।

এ ঘটনায় রাত সাড়ে ১১টার দিকে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কামাল উদ্দিন বলেন, “ফিরোজ মাতুব্বরের বাড়ির উঠানে সভা করছিলাম। এ সময় অনেকগুলো মোটরসাইকেলে করে এসে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সী ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে সভাস্থল থেকে দ্রুত সরে যেতে বলেন। তা নাহলে উপস্থিত সবাইকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা।

এরপর চেয়ারম্যানের লোকজন নেতাকর্মীদের আপ্যায়নের জন্য রান্না করা দুই হাঁড়ি খিচুড়ি মাটিতে ফেলে নষ্ট করে দেয় বলে জানান কামাল উদ্দিন।

নৌকার সমর্থক আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য ও ঘারুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বলেন, “চেয়ারম্যান মুনসুর বিভিন্নভাবে তার ক্ষমতার অপব্যবহার করে আসছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এরকম ঘটনা নতুন কিছু নয়।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মুনসুর মুন্সী সাংবাদিকদের বলেন, “এ ধরনের কোনো ঘটনা আমার এলাকায় ঘটেনি। আমার বিরুদ্ধে নৌকার সমর্থক কাজী জাফর উল্যাহর নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছেন। আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

ভাঙ্গা থানার ওসি এম এ জলিল বলেন, “আমরা এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/youthbangla24/public_html/wp-includes/functions.php on line 5420