ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সবার আগে প্রশ্নের মুখে নান্নুর নির্বাচক প্যানেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দারুণ শুরুর পর ছন্দপতন ঘটে লাল সবুজ শিবিরে। পরাজয়ের বৃত্তে আটকে থাকা দলটি নেদারল্যান্ডসের মতো ছোট দলের সঙ্গেও পেরে ওঠেনি। অবশ্য শেষ দিকে জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেটা নক আউটে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।

গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে যায় বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের কারণে সবার আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় সাকিব আল হাসান বাহিনীর। খুব স্বাভাবিকভাবেই কঠোর সমালোচনায় পড়ে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সমর্থকদের মতো বিশ্বকাপে সাকিব, লিটন, শান্ত, মিরাজদের ব্যর্থতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিও বেশ বিরক্ত ছিল। শোনা যাচ্ছিল, বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তদন্ত করবে দেশের ক্রিকেটে শীর্ষ সংস্থাটি। সে অনুযায়ী সম্প্রতি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

সে কমিটিতে রাখা হয়েছে এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান ও মাহবুব আনামকে। প্রথমজন পেয়েছেন তদন্ত কমিটির আহ্বায়কের দায়িত্ব। অন্যদিকে সদস্য হিসেবে তদন্ত কমিটিতে রাখা হয়েছে আকরাম খান ও মাহবুব আনামকে।

আজ থেকে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে বের করার কাজ শুরু করেছে তদন্ত কমিটি। প্রথম দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলকে তলব করা হয়েছে। অর্থ্যাৎ প্রথমদিন মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুল রাজ্জাক রাজকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। এরপর ধাপে ধাপে বিশ্বকাপ ব্যর্থতার জন্য কোচিং প্যানেল, অধিনায়ক এবং খেলোয়াড়দের কাছে ব্যাখ্যা চাইবে তদন্ত কমিটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সবার আগে প্রশ্নের মুখে নান্নুর নির্বাচক প্যানেল

আপডেট সময় ০৮:০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। দারুণ শুরুর পর ছন্দপতন ঘটে লাল সবুজ শিবিরে। পরাজয়ের বৃত্তে আটকে থাকা দলটি নেদারল্যান্ডসের মতো ছোট দলের সঙ্গেও পেরে ওঠেনি। অবশ্য শেষ দিকে জয় তুলে নিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। তবে সেটা নক আউটে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না।

গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে যায় বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের কারণে সবার আগে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয় সাকিব আল হাসান বাহিনীর। খুব স্বাভাবিকভাবেই কঠোর সমালোচনায় পড়ে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

সমর্থকদের মতো বিশ্বকাপে সাকিব, লিটন, শান্ত, মিরাজদের ব্যর্থতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিও বেশ বিরক্ত ছিল। শোনা যাচ্ছিল, বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে বের করতে তদন্ত করবে দেশের ক্রিকেটে শীর্ষ সংস্থাটি। সে অনুযায়ী সম্প্রতি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

সে কমিটিতে রাখা হয়েছে এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান ও মাহবুব আনামকে। প্রথমজন পেয়েছেন তদন্ত কমিটির আহ্বায়কের দায়িত্ব। অন্যদিকে সদস্য হিসেবে তদন্ত কমিটিতে রাখা হয়েছে আকরাম খান ও মাহবুব আনামকে।

আজ থেকে বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজে বের করার কাজ শুরু করেছে তদন্ত কমিটি। প্রথম দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলকে তলব করা হয়েছে। অর্থ্যাৎ প্রথমদিন মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুল রাজ্জাক রাজকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। এরপর ধাপে ধাপে বিশ্বকাপ ব্যর্থতার জন্য কোচিং প্যানেল, অধিনায়ক এবং খেলোয়াড়দের কাছে ব্যাখ্যা চাইবে তদন্ত কমিটি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/youthbangla24/public_html/wp-includes/functions.php on line 5420