ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ধেয়ে আসছে ভয়াল সৌরঝড়, অকেজো হয়ে যেতে পারে জিপিএস-ইন্টারনেট সেবা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট এক সৌরঝড়। এ নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (এনওএএ)।

সৌর ঝড় হল সূর্য থেকে নির্গত তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ, যা সূর্যের বায়ুমণ্ডল থেকে নির্গত হয়। এটি করোনাল ভর ইজেকশনের (সিএমই) কারণেও ঘটে।

নাসার স্পেস ওয়েদার বিশেষজ্ঞ ড. তামিথা স্কভ বলছেন, প্রায় সাড়ে ৯ কোটি মাইল দূরে সূর্য থেকে ছুটে এসে পৃথিবীতে আছড়ে পড়বে সৌররশ্মিরা। পূর্বাভাস বলছে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার সকাল বা বৃহস্পতিবার রাতে পৃথিবীতে আছড়ে পড়তে এ বিরাট সৌরঝড়। এতে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে উজ্জ্বল হয়ে উঠবে মেরুজ্যোতি।

এনওএএ জানায়, একটি করোনাল ভর ইজেকশন (সিএমই) হলো সূর্যের করোনা থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রগুলির বৃহৎ নিঃসরণ।

কিছুদিন আগে সংস্থাটি আরও জানায়, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে।

এই সৌর ঝড়ে মানুষের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এর কারণে রেডিও এবং জিপিএস সিগন্যাল বিঘ্নিত হতে পারে। এর পাশাপাশি ইন্টারনেটেও সমস্যা হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে ভয়াল সৌরঝড়, অকেজো হয়ে যেতে পারে জিপিএস-ইন্টারনেট সেবা

আপডেট সময় ১১:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট এক সৌরঝড়। এ নিয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন’ (এনওএএ)।

সৌর ঝড় হল সূর্য থেকে নির্গত তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণ, যা সূর্যের বায়ুমণ্ডল থেকে নির্গত হয়। এটি করোনাল ভর ইজেকশনের (সিএমই) কারণেও ঘটে।

নাসার স্পেস ওয়েদার বিশেষজ্ঞ ড. তামিথা স্কভ বলছেন, প্রায় সাড়ে ৯ কোটি মাইল দূরে সূর্য থেকে ছুটে এসে পৃথিবীতে আছড়ে পড়বে সৌররশ্মিরা। পূর্বাভাস বলছে, যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শুক্রবার সকাল বা বৃহস্পতিবার রাতে পৃথিবীতে আছড়ে পড়তে এ বিরাট সৌরঝড়। এতে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। দুই মেরুতে উজ্জ্বল হয়ে উঠবে মেরুজ্যোতি।

এনওএএ জানায়, একটি করোনাল ভর ইজেকশন (সিএমই) হলো সূর্যের করোনা থেকে প্লাজমা এবং চৌম্বক ক্ষেত্রগুলির বৃহৎ নিঃসরণ।

কিছুদিন আগে সংস্থাটি আরও জানায়, সূর্যের পরিমণ্ডলে একটি ছিদ্র লক্ষ্য করা গেছে। সেই ফাটল পথেই প্রবল বেগে সৌরবায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এর প্রভাব পড়তে পারে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে।

এই সৌর ঝড়ে মানুষের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এর কারণে রেডিও এবং জিপিএস সিগন্যাল বিঘ্নিত হতে পারে। এর পাশাপাশি ইন্টারনেটেও সমস্যা হতে পারে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/youthbangla24/public_html/wp-includes/functions.php on line 5420