ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ঘটনায় নিজে থেকেই জরুরি সেবায় কল দেবে টেসলার বৈদ্যুতিক গাড়ি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

প্রতি বছর বড়দিন ছুটিকে কেন্দ্র করে নানা ধারনের চমক এবং নতুনত্ব নিয়ে হাজির হয় প্রযুক্তি কোম্পানিগুলো, নতুন ফিচারের পসরা নিয়ে আসা এই আয়োজনকে ডাকা হয় নাম হলিডে আপডেট নামে।

দুর্ঘটনা কবলিত টেসলা গাড়ি স্বয়ংক্রিয়ভাবে কল করবে ৯১১ নম্বরে। এ ধরনের বেশ কিছু বড় পরিবর্তনসহ আসছে সপ্তাহে ২০২৩ সালের হলিডে আপডেট প্রকাশ করবে ইলন মাস্কের টেসলা।

টেসলা গাড়িতে সম্ভাব্য নতুন ফিচারের মধ্যে রয়েছে অ্যাপল পডকাস্ট সাপোর্ট, রিয়ার-স্ক্রিন ব্লুটুথ হেডসেট সাপোর্ট, ৩ডি ভিজুয়ালসহ পার্ক অ্যাসিস্ট্যান্টের পরিমার্জিত একটি সংস্করণ এবং নতুন ব্লাইন্ড স্পট ইন্ডিকেটর্স।

অ্যাপল মিউজিকে যুক্ত হয়েছে অ্যাপল পডকাস্ট সাপোর্ট, যা গত বছর টেসলা গাড়িতে সংযোজিত হয়। এবার থেকে টেসলা গাড়ির মালিকরা তাদের অ্যাপল ডিভাইসগুলোতে পডকাস্টস যোগ করতে পারবেন – বলেছে ‘নট এ টেসলা অ্যাপ’ নামে এক সাইটের একটি প্রতিবেদনে।

প্রতিক্ষীত ২০২৩.৪৪.২৫ আপডেট নিয়ে বিস্তারিত রয়েছে সেখানে। এখন থেকে বৈদ্যুতিক গাড়িগুলোর ব্যবহার করা লাইট শোয়ের জন্য পৃথক ইউএসবি স্টিক ব্যবহারের প্রয়োজন নেই, একটি একক স্টোরেজ ড্রাইভ থেকেই কাজ সাড়া যাবে। সেইসঙ্গে আপটিতে টেসলা অ্যাপের লাইভ সেন্ট্রি ভিউতে বি-পিলার ক্যামেরা যোগ করা হলেও তা ড্যাশক্যাম ও সেন্ট্রি মোডে কোনো কিছু রেকর্ড করবে না।

এক্স প্ল্যাটফর্মে আপডেট ফাঁস হয়ে গিয়েছিল আগেই। সেই আপডেটকে একজন “জঘন্য” বলে মন্তব্য করলে টেসলার সিইও ইলন মাস্ক তার জবাবে লেখেন, “আমাদের খেলায় নতুন মাত্রা যোগ করতে হবে।” তারপরই নতুন ফিচার যোগের ঘোষণা দিল কোম্পানিটি।

গত বছর হলিডে আপডেটে কোম্পানিটি অ্যাপল মিউজিকের পাশপাশি (বিশেষ গ্রাহকের জন্য) স্টিম ইন্টিগ্রেশন যোগ করেছে এবং তার আগের বছর ছিল টিকটক এবং সনিক দ্যা হেডগগ – প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

দুর্ঘটনায় নিজে থেকেই জরুরি সেবায় কল দেবে টেসলার বৈদ্যুতিক গাড়ি

আপডেট সময় ০৯:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

প্রতি বছর বড়দিন ছুটিকে কেন্দ্র করে নানা ধারনের চমক এবং নতুনত্ব নিয়ে হাজির হয় প্রযুক্তি কোম্পানিগুলো, নতুন ফিচারের পসরা নিয়ে আসা এই আয়োজনকে ডাকা হয় নাম হলিডে আপডেট নামে।

দুর্ঘটনা কবলিত টেসলা গাড়ি স্বয়ংক্রিয়ভাবে কল করবে ৯১১ নম্বরে। এ ধরনের বেশ কিছু বড় পরিবর্তনসহ আসছে সপ্তাহে ২০২৩ সালের হলিডে আপডেট প্রকাশ করবে ইলন মাস্কের টেসলা।

টেসলা গাড়িতে সম্ভাব্য নতুন ফিচারের মধ্যে রয়েছে অ্যাপল পডকাস্ট সাপোর্ট, রিয়ার-স্ক্রিন ব্লুটুথ হেডসেট সাপোর্ট, ৩ডি ভিজুয়ালসহ পার্ক অ্যাসিস্ট্যান্টের পরিমার্জিত একটি সংস্করণ এবং নতুন ব্লাইন্ড স্পট ইন্ডিকেটর্স।

অ্যাপল মিউজিকে যুক্ত হয়েছে অ্যাপল পডকাস্ট সাপোর্ট, যা গত বছর টেসলা গাড়িতে সংযোজিত হয়। এবার থেকে টেসলা গাড়ির মালিকরা তাদের অ্যাপল ডিভাইসগুলোতে পডকাস্টস যোগ করতে পারবেন – বলেছে ‘নট এ টেসলা অ্যাপ’ নামে এক সাইটের একটি প্রতিবেদনে।

প্রতিক্ষীত ২০২৩.৪৪.২৫ আপডেট নিয়ে বিস্তারিত রয়েছে সেখানে। এখন থেকে বৈদ্যুতিক গাড়িগুলোর ব্যবহার করা লাইট শোয়ের জন্য পৃথক ইউএসবি স্টিক ব্যবহারের প্রয়োজন নেই, একটি একক স্টোরেজ ড্রাইভ থেকেই কাজ সাড়া যাবে। সেইসঙ্গে আপটিতে টেসলা অ্যাপের লাইভ সেন্ট্রি ভিউতে বি-পিলার ক্যামেরা যোগ করা হলেও তা ড্যাশক্যাম ও সেন্ট্রি মোডে কোনো কিছু রেকর্ড করবে না।

এক্স প্ল্যাটফর্মে আপডেট ফাঁস হয়ে গিয়েছিল আগেই। সেই আপডেটকে একজন “জঘন্য” বলে মন্তব্য করলে টেসলার সিইও ইলন মাস্ক তার জবাবে লেখেন, “আমাদের খেলায় নতুন মাত্রা যোগ করতে হবে।” তারপরই নতুন ফিচার যোগের ঘোষণা দিল কোম্পানিটি।

গত বছর হলিডে আপডেটে কোম্পানিটি অ্যাপল মিউজিকের পাশপাশি (বিশেষ গ্রাহকের জন্য) স্টিম ইন্টিগ্রেশন যোগ করেছে এবং তার আগের বছর ছিল টিকটক এবং সনিক দ্যা হেডগগ – প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/youthbangla24/public_html/wp-includes/functions.php on line 5420