ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় মনীষী জীবন-কথা ‘গল্প নয় সত্যগল্প’

রম্যের বুননে বাস্তবতা তুলে ধরেন তাপস রায়। বইমেলায় প্রকাশ হয়েছে তার নতুন বই ‘গল্প নয় সত্যগল্প’। বিখ্যাত মানুষদের ছেলেবেলার মজার সব গল্প বা ঘটনা নিয়ে লেখা হয়েছে এই বই। একজন মানুষকে বড় হতে হলে কতসব চড়াই-উৎরাই যে পেরোতে হয় এক জীবনে তার প্রামাণ্য বয়ান এই বই।

তাপস রায় জানিয়েছেন, ‘বইটিতে বৈঠকী গদ্যে নয়টি রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ূন আহমেদসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার অসাধারণ সত্যগল্পগুলো বর্ণিত হয়েছে। গল্পগুলো নতুন প্রজন্মকে দীপান্বিত করবে।’

মূলত কিশোর-কিশোরীদের উপযোগী করে বইয়ের প্রতিটি গল্পের ভাষা বিন্যাস করা হয়েছে। এ বইয়ের গল্পগুলো একদিকে যেমন মজার, অন্যদিকে ভীষণ অনুপ্রেরণাদায়ক।

বড় মানুষেরা জীবনে বড় হবার সংগ্রামে, সফল হবার সংগ্রামে যে সংকট-সংঘাত-দারিদ্র্যসহ নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছেন, বইটিতে সেইসব কাহিনি উঠে এসেছে। যা একজন কিশোর পাঠককে কষ্টসহিষ্ণু হতে শেখাবে, দৃঢ়চেতা হতে শেখাবে, স্বপ্ন দেখতে শেখাবে, ঘুরে দাঁড়াতে শেখাবে, সর্বোপরি শেখাবে অদম্য হতে।

গদ্য রচনায় তাপস রায়ের অনায়াস দক্ষতা যে কোনো পাঠককে ঝরঝরে তরতাজা অনুভবে প্লাবিত করবে। বিষয় বিবেচনায় কিশোর-কিশোরীদের উপযোগী করে বইটি লেখা হলেও এটি একইসঙ্গে বড়দেরও বই।

উল্লেখ্য, তাপস রায়ের ‘রসিক’পাঠকপ্রিয় একটি সিরিজ। এই সিরিজে চারটি বই প্রকাশিত হয়েছে। তার ‘এই বেশ আতঙ্কে আছি’ রম্যগদ্যগ্রন্থ ২০১৭ সালে কথাসাহিত্যে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কারে ভূষিত হয়েছে।

আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বইমেলায় মনীষী জীবন-কথা ‘গল্প নয় সত্যগল্প’

আপডেট সময় ০৩:০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

রম্যের বুননে বাস্তবতা তুলে ধরেন তাপস রায়। বইমেলায় প্রকাশ হয়েছে তার নতুন বই ‘গল্প নয় সত্যগল্প’। বিখ্যাত মানুষদের ছেলেবেলার মজার সব গল্প বা ঘটনা নিয়ে লেখা হয়েছে এই বই। একজন মানুষকে বড় হতে হলে কতসব চড়াই-উৎরাই যে পেরোতে হয় এক জীবনে তার প্রামাণ্য বয়ান এই বই।

তাপস রায় জানিয়েছেন, ‘বইটিতে বৈঠকী গদ্যে নয়টি রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ূন আহমেদসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার অসাধারণ সত্যগল্পগুলো বর্ণিত হয়েছে। গল্পগুলো নতুন প্রজন্মকে দীপান্বিত করবে।’

মূলত কিশোর-কিশোরীদের উপযোগী করে বইয়ের প্রতিটি গল্পের ভাষা বিন্যাস করা হয়েছে। এ বইয়ের গল্পগুলো একদিকে যেমন মজার, অন্যদিকে ভীষণ অনুপ্রেরণাদায়ক।

বড় মানুষেরা জীবনে বড় হবার সংগ্রামে, সফল হবার সংগ্রামে যে সংকট-সংঘাত-দারিদ্র্যসহ নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছেন, বইটিতে সেইসব কাহিনি উঠে এসেছে। যা একজন কিশোর পাঠককে কষ্টসহিষ্ণু হতে শেখাবে, দৃঢ়চেতা হতে শেখাবে, স্বপ্ন দেখতে শেখাবে, ঘুরে দাঁড়াতে শেখাবে, সর্বোপরি শেখাবে অদম্য হতে।

গদ্য রচনায় তাপস রায়ের অনায়াস দক্ষতা যে কোনো পাঠককে ঝরঝরে তরতাজা অনুভবে প্লাবিত করবে। বিষয় বিবেচনায় কিশোর-কিশোরীদের উপযোগী করে বইটি লেখা হলেও এটি একইসঙ্গে বড়দেরও বই।

উল্লেখ্য, তাপস রায়ের ‘রসিক’পাঠকপ্রিয় একটি সিরিজ। এই সিরিজে চারটি বই প্রকাশিত হয়েছে। তার ‘এই বেশ আতঙ্কে আছি’ রম্যগদ্যগ্রন্থ ২০১৭ সালে কথাসাহিত্যে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কারে ভূষিত হয়েছে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/youthbangla24/public_html/wp-includes/functions.php on line 5420